সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেমে নেই হরিণ শিকার। হরিণ শিকারের পর এসব মাংস বিক্রি করা হয় গোপনে।
কোস্টগার্ড সদস্যরা বুধবার ভোরে ৫১ কেজি হরিণের মাংস জব্দ করেছে। সুন্দরবনের কালিরখাল নামকস্থান থেকে মাংসগুলো উদ্ধার করা হয়। তবে কোনো হরিণ শিকারিকে আটক করতে পারেনি।
সুন্দরবনের আংটিহার কোস্টগার্ডের অফিসার হামিদুর রহামান বলেন, শিকারিরা পালিয়ে গেলেও ৫১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। সুন্দরবনে হরিণ শিকারিদের তৎপরতা বেড়েছে এমন অভিযোগ আগে থেকেই ছিল। হরিণ শিকার করছে এমন সংবাদে অভিযান চালিয়ে সত্যতা মিলেছে। হরিণ শিকার বন্ধে নজরদারি বাড়ানো হবে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস