অবশেষে ত্রাণের চাল পেয়েছেন হবিগঞ্জের সেই ৮০ বছরের বৃদ্ধা পরশমনি। বুধবার বেলা ২টায় তাকে সরকারি বরাদ্দের ৩০ কেজি ত্রাণের চাল দেয়া হয়।
এ সময় তাকে একটি গণমাধ্যমের সহকারী বার্তা সম্পাদক মাহবুব আলম রনির মাধ্যমে ঢাকার মিরপুরের বাসিন্দা সুইডেন প্রবাসী আলিমুল রাজীবের দেয়া নগদ ৪ হাজার টাকাও তুলে দেয়া হয়।
জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ অফিসে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এসব সহায়তা তার হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. মুর্শেদ আলম, জাগো নিউজ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন ও অবজারভার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ ইউপি সদস্যগণ।
ত্রাণের চাল ও আর্থিক সহায়তা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন বৃদ্ধা পরশমনি। অনুভূতি জানাতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
তিনি বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর তিনি সহায়তা পেয়েছেন। এর আগে পাননি।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, তাকে তিনি বয়স্ক ভাতার কার্ডও দিয়েছেন।
উল্লেখ্য, দেড় কেদার জমির সব পানিতে তলিয়ে গেলেও ত্রাণের চাল পাননি বলে আক্ষেপ করেছিলেন সুবিদপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা পরশমনি। এ বিষয়ে গত ৩০ এপ্রিল জাগো নিউজে একটি সরেজমিন প্রতিবেদন ছাপা হয়। এরপরই জেলা প্রশাসনসহ সর্বত্র হুলস্থূল পড়ে যায়। ৩০ এপ্রিল সকালেই জেলায় আরও ১২০ মেট্রিকটন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেয়া হয়। এর মাঝে শুধু বানিয়াচং উপজেলাতেই ৫০ মেট্রিকটন দেয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস