দেশজুড়ে

চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজি মামলায় দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, জেলা শহরের সাধুরঘাটে ৬ লাখ টাকার প্যাকেজের উন্নয়নমূলক কাজের ঠিকাদার গৌর চন্দ্র শীলের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি বাবু ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ঠিকাদার গৌর চন্দ্র শীল বাদী হয়ে কোতয়ালি থানায় ৩৮৫, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন। চাঁদাবাজী মামলার ৩ সাক্ষী হচ্ছেন পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাব্লু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান এবং ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ঠিকাদার গৌর চন্দ্র শীলের দায়েরকৃত মামলার আসামি দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. লুৎফর রহমানের আদালতে কাউন্সিলর মুক্তি বাবুকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করেছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর