মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর করা হয়। দুই গ্রামবাসীর উত্তেজনা ঠেকাতে গিয়ে ঘাটাইল থানা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগরকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ কনস্টেবল এরশাদ ও সুলতান। এছাড়া ঘটনায় গ্রামবাসীর তিনজন আহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘাটাইলে দিগরকান্দির মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে গত বৃহস্পতিবার কাশতলা গ্রামের এক কিশোরের সঙ্গে নাটশালা গ্রামের একদল কিশোরের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার উভয় পক্ষ মীমাংসায় বসলে সেখানে নাটশালা গ্রামের এক কিশোরকে মারধর করা হয়।
এ সময় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার দুপুরে একই ঘটনায় মীমাংসার জন্য বসতে আগ্রহী হয়। তবে ঘটনাটি ব্যক্তি থেকে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ায় দুই গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়।
একপর্যায়ে হামিদপুর বাজারে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই হামিদপুর বাজারে উভয় পক্ষের উত্তেজনা ঠেকাতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়।
এ অবস্থায় এলাকায় ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে দুই ইউনিয়নের চেয়ারম্যানকে ডেকে মীমাংসার আহ্বান জানান ঘাটাইল থানা পুলিশ।
এ নিয়ে হামিদপুর মাদরাসা মাঠে দুই ইউনিয়নের চেয়ারম্যানের সমন্বয়ে উভয় গ্রামবাসীর উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক ব্যবসা নির্মূলের জন্য ঐক্যমত পোষণ করেন।
এ সময় দিগল কান্দি ইউনিয়েনের এক ব্যক্তি মাদক ব্যবসায়ীদের পক্ষে কথা বলেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত দেখা দেয়।
একপর্যায়ে দিগল কান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে দরবার থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই উত্তেজিত জনতা বাজারে হামলা চালায় ও দোকানপাট ভাঙচুর করে। এই হামলা ও উত্তেজনা ঠেকাতে গেলে জনতার হাতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর-সার্কেল) রামানন্দ সরকার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা উত্তেজিত জনতাকে নিষেধ করলে জনতা পুলিশের ওপর চড়াও হয়।
একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে উত্তেজিতরা। এতে দুই পুলিশ আহত হয়। বর্তমানে আহত পুলিশ সদস্যরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম