রাজনীতি

চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আট সদস্যের ওই প্রতিনিধি দলটি ৬ মে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই মূলত আমরা এই সফর করছি। সফর শেষে ১৬ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। এএইচ/পিআর