রাজবাড়ীর কালুখালী উপজেলার কালীকাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অামজাদ হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অামজাদ উপজেলার কালীকাপুর এলাকার লিয়াকত অালীর ছেলে।
কালুখালী থানার ওসি নূরে অলাম ফকির জানান, ধারণা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত ও বিদেশে পাঠানো টাকা পয়সা নিয়ে ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে।
তিনি অারো জানান, অাজ রাত ৮টার দিকে দুর্বৃত্তরা অামজাদকে তার নিজ বাড়িতে কুপিয়ে অাহত করে। পড়ে রক্তাক্ত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অামজাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখন বলা যাবে না। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এফএ/পিআর