কুড়িগ্রামের রাজিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সৎ মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকের (৪৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই বদরপুর গ্রামের ছত্তর আলীর ছেলে রফিক রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গাইল পাড়া গ্রামের মৃত আসান আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে নাজমা খাতুনকে (৩৮) দ্বিতীয় বিয়ে করেন। নাজমার আগের স্বামীর পক্ষের জোসনা (১৪) নামে একটি মেয়ে রয়েছে।
বুধবার রাতে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল রফিক। প্রতিবেশীরা সকালে মা ও মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার রাত থেকে রফিক পলাতক রয়েছে।
এ ব্যাপারে রাজিবপুর থানা পুলিশের ওসি পৃথিশ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে। পলাতক রফিককে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
নাজমুল হোসেন/এফএ/পিআর