লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে থানা পুলিশের নাম ভাঙিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এনিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন চালকরা।
এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার রাতে চর জাঙ্গালীয়া গ্রামের আবুল বাশার চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এসময় তার সঙ্গে ২০-২৫ জন অটোরিকশাচালক থানায় উপস্থিত ছিলেন।
অভিযোগে জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে হাজিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পুলিশের নামে মাসিক ২০০ টাকা, রাস্তায় নতুন অটোরিকশা নামাতে (ভর্তি) ২ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়াও দৈনিক প্রতি অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
অটোরিকশা চালক আবুল বাশার, নিজাম, রাশেদ, আলমগীর ও আবদুর রহিম জানান, উপজেলার চর ফলকন গ্রামের মো. রুবেল, মো. তানভীর ও মো. মহিন পুলিশের নামে বিভিন্ন হারে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।
উত্তোলনকারী কয়েকজনসহ এ টাকা নিজেরা আত্মসাৎ করছেন বিষয়টি জানতে পেরে তারা থানায় গিয়ে অভিযোগ করেন।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মো. রুবেল, মো. তানভীর ও মো. মহিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এফএ/পিআর