দেশজুড়ে

চাঁদপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে জিহাদ (৫) ও শাওন (৪) নামে ২ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছে। পরে পুলিশ একজনকে আটক করেছে।

জিহাদের বাবা কামাল হোসেন ও শাওনের বাবা মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, বাড়ির পুকুরে ২ জন গোসল করতে গিয়ে আর ঘরে ফিরেনি। পরে তাদের পুকুরে ভেসে উঠতে দেখে দ্রুত হাসপতলে নিলে কতর্ব্যরত ডাক্তার আলী নুর বাশির আহমেদ তাদের ২ জনকে মৃত বলে জানায়।

এতে উত্তেজিত জনতা হাসপাতাল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মজিবুর রহমান নামে একজনকে আটক করে।

হাজীগঞ্জ থানা পুলিশের ওসি মো. জাবেদুল ইসলাম জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি