দেশজুড়ে

গ্রামে গ্রামে ডেন্টাল ডাক্তারদের ফ্রি চিকিৎসা

ভোলায় গ্রাম গিয়ে ফি ছাড়া ডেন্টাল চিকিসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে জেলা ডেন্টাল সার্জন সংগঠনের ডাক্তাররা। প্রতিমাসে একদিন সরকারি ছুটির দিন এমন সেবা দেয়ার সিদ্ধান্ত নেয় তারা। রোববার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ক্যাম্প স্থাপন করা হয়।দিনব্যাপী অসহায় দরিদ্রদের ফ্রি ডেন্টাল সেবা দেয়া হয়। এসময় প্রায় সহস্রাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দেয়া হয়েছে।চিকিৎসক দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন ভোলা বিডিএস সমিতির সভাপতি ডা. শাহিন চৌধুরী। তার সঙ্গে রয়েছেন বরিশাল বিডিএস এর সম্পাদক ডা. সাইফুর রহমান তুষার, সংগঠনের সহ-সভাপতি ডা. সাবিরা মাহমুদ অপু, ডা. ফারজানা নাজনিন, ডা. রিয়াজ উদ্দিন, ডা. নাজিম উদ্দিন নয়ন, ডা. আশরাফ আলী ও টেসনোলোজিস্ট ইসরাইল শাহিন, মো. কামাল হোসেন, মো. শরীফ আহমেদ জাভেদ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।সংগঠনের সভাপতি ডা. শাহীন জানান, গ্রামের অস্বচ্ছল পরিবারের রোগীদের পক্ষে শহরে এসে  চিকিৎসা নেয়া সম্ভব হয় না। এরা গ্রামের হাতুরেদের কাছ থেকে ভুল চিকিৎসা নিয়ে পরবর্তীতে জটিল রোগে আক্রান্ত হন। তাই তাদের সংগঠনের পক্ষ থেকে সরকারি ছুটির দিনে গ্রামে গিয়ে ফ্রি চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।ভোলার সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মদ জানান, এটা সত্যি এক মহৎ উদ্যোগ। এভাবে ডাক্তারদের এগিয়ে আসা প্রয়োজন।অমিতাভ অপু/এমএএস/আরআই