দেশজুড়ে

ইউপি সদস্যের বাড়িতে হাত-পা বেঁধে যুবককে নির্যাতন

অটোভ্যানের ব্যাটারি চুরির অপবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত-পা বেঁধে সুজাব আলী (২৫) নামের এক যুবককে ইউপি সদস্যর বাড়িতে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে। এতে সুজাব আলীর নাক ও মুখ ক্ষতবিক্ষত হয়েছে।

বুধবার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের (দক্ষিণ গাইলজানী) ১নং ওয়ার্ডের সদস্য হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য হায়দার আলীর বাড়িতে গণমাধ্যম কর্মীরা গেলে সুজাবকে হাত বাঁধা অবস্থায় দেখা যায়।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের শফিকুল নামের এক ব্যক্তির অটোভ্যানের ব্যাটারি হারিয়ে গেলে দক্ষিণ গাইলজানী উত্তরপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সুজাব আলীকে চোর হিসেবে সন্দেহ করে।

বুধবার রাত ৯টার দিকে অটোভ্যানের মালিক শফিকুলের নিকট আত্মীয় দক্ষিণ গাইলজানী গ্রামের তয়জাল আলীর ছেলে বাবলু মিয়া সুজাব আলীকে মোবাইল ফোন করে ইউপি সদস্য হায়দার আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে ইউপি সদস্য হায়দার আলী, রফিকুল, ওয়াজেদ ও আজিজুল সুজাবকে হাত-পা বেঁধে মারধর করে। এতে ওই যুবকের নাক ও মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়।

খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য হায়দার আলীর বাড়িতে গেলে সুজাবকে হাত বাঁধা অবস্থায় দেখা যায়। এ সময় হায়দার মেম্বারের খোঁজ করেও বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে হায়দার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আহত সুজাব আলীর বাবা লোকমান হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য হায়দার আলী এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য হায়দার আলীসহ চারজনকে আসামি করে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি