আল-জাজিরায় প্রকাশিত তারেক রহমানের একটি মতামত কলামে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও তার মা খালেদা জিয়ার উপরে হামলার বিষয় নিয়ে লেখা মতামত কলাম প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষ যখন চুরি করে আর ধরা যখন পড়ে, তখন সে বাঁচার জন্য অনেক কথাই বলে যার কোন ভিত্তি নাই, সত্য নয়।নৌমন্ত্রী রোববার বিকেলে মাদারীপুর স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন।এসময় নৌমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে বলেন, বর্তমানে তাদের সেই আন্তর্জাতিক অবস্থান নেই। তারেক রহমান তো লন্ডনেও গোয়েন্দাদের নজরদারিতে আছে।নৌমন্ত্রী মনে করেন আন্তর্জাতিক মিডিয়ায় তারেক রহমানের লেখালেখিতে বিদেশিরা বিভ্রান্ত হবে না।এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব) বাবর আলী মীর, পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাজাহান হাওলাদার প্রমুখ।এমএএস/আরআইপি