নিরাপদ আম বাজারজাতকরণের উপর মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রধান বক্তা ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফউদ্দীন।
সভায় নিরাপদ উপায়ে আম উৎপাদনের কলা কৌশলের উপর আলোচনা করা হয়। সভা থেকে গোপালভোগ ১৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ৩০ মে ও আমরুপালি জুনের শেষ সপ্তাহ থেকে সংগ্রহের সময় বেধে দেয়া হয়।
এছাড়াও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য দিয়ে কেউ যাতে আম বাজারজাত না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক পরিমল সিংহ।
সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আনিছুর রহমান, কৃষি সম্প্রারণ অধিদফতরের উপ পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান।জেলা আম চাষি ও ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
আসিফ ইকবাল/এফএ/এমএস