দীর্ঘ এক বছর পর এফডিসিতে এসেছেন অপু বিশ্বাস। না কোনো ছবির শুটিংয়ে আসেননি অপু। তিনি এসেছিলেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে।
শুক্রবার সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হলেও অপু এসেছিলেন ১০টা নাগাদ। ভোট দিয়ে মিনিট দশেক এফডিসিতে ছিলেন অপু। এরপর চলে যান।
ভোট দেয়া শেষে অপু বলেন, প্রায় এক বছর এফডিসিতে এসে কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেকগুলো প্রিয় মুখের দেখা পেয়েছি।
অপু বলেন, নির্বাচনে সবার জন্য শুভকামনা। যারাই হবেন তাদের কাছে আমার চাওয়া থাকবে তারা যেন শিল্পীদের জন্য কাজ করেন।
এদিকে দীর্ঘদিন পর অপুকে কাছে পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা আনন্দে জড়িয়ে ধরেন। এরপর অনেকে তার সঙ্গে সেলফি তোলেন। অপুর আসার সঙ্গে সঙ্গে বুবলীও ভোট দিতে আসেন। তবে তিনি কোন কথা বলেননি।
এদিকে, নির্বাচনকে ঘিরে এফডিসি পরিণত হয়েছে তারকাদের মিলনমেলায়। নবীন-প্রবীণ সব শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এফডিসি। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে চলছে নির্বাচন।
এনই/এমএস