টাঙ্গাইল সদর উপজেলার চাকতা গ্রামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ধর্ষক রানাকে (৩০) টাঙ্গাইল কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত রানা চাকতা গ্রামের আবু ছাঈদের ছেলে।
এ প্রসঙ্গে শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া জানান, ৫ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আসামি রানাকে গ্রেফতারের চেষ্টায় বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত ছিল। এরই ফলশ্রুতিতে ও গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতেই কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রানাকে।
গ্রেফতারকৃত রানাকে থানা হাজতে রাখা হয়েছে। এটি একটি বর্বরচিত ধর্ষণের ঘটনা। এ ঘটনায় জড়িত ও অভিযুক্ত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও নিশ্চিত করেছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশিদ।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে ওই শিশু নিজবাড়ি থেকে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে চাকতা গ্রামেরই আবু ছাঈদের ছেলে তাকে রাস্তা থেকে জোর পূর্বক তাদের বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে যায়। পরে সে অসুস্থ অবস্থায় বাসায় গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামি রানাকে কালিহাতি থানার এলেঙ্গা থেকে গ্রেফতার করে।
আরিফ উর রহমান টগর/এফএ/পিআর