চাঁদপুর-হাইমচর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হাইমচরের মাটি ও মানুষের প্রধান দাবি মেঘনার ভাঙন থেকে ভিটা মাটি রক্ষার্থে নির্বাচনী ওয়াদা পালনের প্রতিশ্রুতি ছিল হাইমচর রক্ষা বাধ নির্মাণ করা। জননেত্রী শেখ হাসিনার সহায়তায় নদী ভাঙন প্রতিরোধ বাধ নির্মাণ করায় আজ হাইমচরের মানুষজনকে নদী ভাঙনের আতঙ্কে থাকতে হয় না। রোববার বিকেলে হাইমচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমকে সংবর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্য শিক্ষক ও সুধীজনের উদ্দেশ্যে তিনি বলেন, আজ বিএনপি ও জামায়াত মানুষ হত্যার নামে পেট্রলবোমা মেরে খেঁটে খাওয়া মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এই দেশের সমাজ তাদেরকে প্রত্যাখান করেছেন। শিক্ষা ক্ষেত্র উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক, ভবনের পাশাপাশি কমম্পিউটারের ব্যবস্থা চালু করেছেন। যাতে করে স্কুলের ছেলে-মেয়েরা আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে অগ্রণী ভূমিকা রাখতে পারে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎক ও সমাজ সেবক ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাবেক সম্পাদক ডা. হাফেজ আহম্মদ, নুর মোহাম্মদ মাষ্টার, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মুন্সি, নাছির আহমেদ মাষ্টার, সালাউদ্দিন আহম্মদ প্রমূখ।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ হতে এমপি ডা.দীপু মনি, উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সম্মাননা ক্রেস্ট এবং উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। সংবর্ধনার পূর্বে ডা.দীপু মনি উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও এবং ১৫০ কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করেন।ইকরাম চৌধুরী/এমজেড/আরআই