মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে পাকিস্তান আমলের গুলি, গ্রেনেড ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই গ্রামের এরশাদের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বিকেলে আমঝুপি গ্রামের সাকোপাড়ার এরশাদ তার নিজ বাড়ির পিছনে একটি গর্ত খনন করতে যান। এক পর্যায়ে গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে পুরনো গুলি। পরে পুলিশে খবর দেন তিনি।পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর আরও খননের পর গর্ত থেকে ৬২ রাউন্ড পাকিস্তান আমলের গুলি, একটি গ্রেনেড ও একটি হেলমেট উদ্ধার করা হয়।জেলার পুলিশ সুপার আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেলমেট, গ্রেনেড ও গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার।
আসিফ ইকবাল/এসআর