সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার ভাই দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সরদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন, সরদারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ, তার সহোদর আব্দুল আলিম, হারুন মিয়া ও আব্দুল ওয়াহিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সরদারপুর গ্রামের আব্দুর রশিদ একটি গ্যাস সিলিন্ডার পরিস্কার করছিলেন। এসময় আকস্মিক বিস্ফোরণ ঘটলে তার আর্তচিৎকারে ভাই আব্দুল আলিম, হারুন ও আব্দুল ওয়াহিদ এগিয়ে আসেন। এতে অন্য তারাও বিস্ফোরণে দগ্ধ হন।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাসুক আলী জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করতে রওয়ানা দিয়েছি। গুরুতর আহত চার ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাজু আহমেদ রমজান/এমএএস/জেআইএম