সশস্ত্র সন্ত্রাসীদের জিম্মিদশার হাত থেকে রক্ষার জন্য সড়ক ও পানিপথে পরিবহন ও যান চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামীকাল রোববার (০৭ মে) রাঙামাটির সবকটি রুটে পরিবহন ধর্মঘট পালন করবেন স্থানীয় যানবাহন মালিক ও শ্রমিকরা।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, রাঙামাটি ট্রাক শ্রমিককল্যাণ সমিতির মো. রুহুল আমি। আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, রাঙামাটি-রাবারবাগান, ভেদভেদী-আসামবস্তি, আসামবস্তি-কাপ্তাই, ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং পানিপথে পরিবহন ও যান চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দাবি আদায়ে প্রয়োজনে সড়ক ও পানিপথে রাঙামাটি জেলার সবকটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট দেয়া হবে।
ওই সময় রাঙামাটি যানবাহন মালিক ও শ্রমিক নেতারা বলেন, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জানমালের ঝুঁকি নিয়ে সবকটি রুটে যানবাহন চালাতে হয়।
সর্বশেষ ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস, মিনিবাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
কিন্তু নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। রোববারের পরিবহন ধর্মঘটের পরেও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হব।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম