দেশজুড়ে

ধলেশ্বরী নদীতে যুবকের মরদেহ

মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকাস্থ ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে লঞ্চ টার্মিনালের কাছ থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদিন জানান, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে কালো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম