দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রেন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে উঠে। এসময় ট্রেনের ‘ঝ’ বগিতে যাত্রীদের ব্যাগ রাখার স্থানে দুটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ব্যাগের কোনো মালিক না পাওয়ায় গাঁজা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি