দেশজুড়ে

হাওরবাসীর জন্য টাঙ্গাইলে ত্রাণ সংগ্রহ

‘হাওর অঞ্চলের মানুষের জন্য ভালোবাসা’ শিরোনামে সিলেট ও সুনামগঞ্জের পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও তহবিল সংগ্রহে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজিত এই কনসার্টে সংগীত পরিবেশন করেন ফানুস, ফেনিক্স, ছায়াপথ, লিজু বাউলা এবং তার দল।

কারক সাউন্ডের সার্বিক সহযোগিতায় উন্মুক্ত কনসার্টটি উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। আগামী ৮ মে সোমবার সুনামগঞ্জ হাওর এলাকার চারশ ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হবে বলে জানায় আয়োজক শিক্ষার্থীরা।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি