সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন। আর এ জীবন ঘিরে রয়েছে নানা সামাজিক ও পারিবারিক আয়োজন। জন্মদিন, বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের দৈনন্দিন কার্যকলাপেরই অংশ। এক্ষেত্রে উপহার দেবার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু একই সাথে কী উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কিভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়। তাই কর্মব্যস্ত জীবনে উপহার প্রদানের বিষয়টিকে আরও সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা।
Advertisement
গিফট ভাউচার এমন এক উপহার যার মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে উপহার কার্ডটির মাধ্যমে ক্রেতা তার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা নিতে পারেন। ধরা যাক, কোন ব্যক্তি তার বিয়েতে একটি নির্দিষ্ট দোকানের দশ হাজার টাকার গিফট ভাউচার পেয়েছেন। এবার সে এটি দিয়ে নিজের ইচ্ছেমত ওই দোকান থেকে যে কোন কিছু কিনতে পারবেন। এতে তার প্রয়োজন ও পছন্দ দুটোরই সমন্বয় হলো।
আমরা জানি না যে কার কী প্রয়োজন। তাই যে কোন ধরনের সামাজিক আনুষ্ঠানিকতা রক্ষায় গিফট ভাউচার এক অনন্য মাধ্যম হতে পারে। বিয়ে বা সামাজিক যে কোন অনুষ্ঠানে আমরা যখন উপহার দিতে যাই তখন প্রায়ই আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি- কী দেব বা কী দেব না, কী দিলে ভাল হয়, কী দিলে কাজে আসবে, যা উপহার হিসেবে দেয়া হবে সেটা পছন্দ হবে কিনা ইত্যাদি। এ সমস্যার এক সহজ সমাধান গিফট ভাউচার।
ভাউচার বিষয়টি আমাদের কাছে এখনও তেমন প্রচলিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক প্রচলন রয়েছে। যেমন: ভারতের মোবাইল ফোন অপারেটর আইডিয়া তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য এনেছে এমাজন গিফট ভাউচার অফার। এটি গ্রাহকদের মাঝে লেনদেনের ক্ষেত্রে এক নতুনত্ব তৈরি করেছে।
Advertisement
ভারতের ই-বে গিফট ভাউচারে রয়েছে অপশনাল পেমেন্ট প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতা পছন্দ করতে পারবেন তিনি কীভাবে মূল্য পরিশোধ করবেন। এছাড়া গিফট ভাউচারের মাধ্যমে ক্রেতা যে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে একটি নির্ধারিত মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। মূল্য পরিশোধের জন্য ক্রেতার প্রয়োজন হবে ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংক ট্রান্সফার প্রক্রিয়া। এই ভাউচারটি মূলত একটি কোডের উপর ভিত্তি করে গঠিত। এ কোডের মাধ্যমে গিফট ভাউচার সম্পর্কিত যাবতীয় তথ্য জানা যাবে।
লন্ডনের বিখ্যাত টেসকো পাবলিক লিমিটেড কোম্পানী বিভিন্ন হোটেলে ডিনার বা লাঞ্চের জন্য প্রদান করে গিফট ভাউচার। এছাড়া বিভিন্ন ফ্যাশন হাউস ও গেইম জোনেরও রয়েছে গিফট ভাউচার অফার। আমাদের দেশে আড়ং ও লা রিভসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান-ভিত্তিক গিফট ভাউচার প্রদান করে থাকে। নগদ টাকা দিয়ে পন্য কেনার একটি বিকল্প মাধ্যম হিসেবে দিন দিন গিফট ভাউচারের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
এইচএন/আরআইপি
Advertisement