পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর ৪টায় আহত সাকিবকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাকিব হাওলাদার (১৮) কদমতলা গ্রামের মৃত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেনের ছেলে। সে ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং পিরোজপুর ফাজিল মাদরাসার ছাত্র। কিছুদিন আগে সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল।
কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ খান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাকিব ও তার দুই বন্ধু কামরুল হাসান সিয়াম (১৯) ও সাজ্জাদুর রহমান (১৭) মোটরসাইকেলযোগে জুজখোলা গ্রাম থেকে কদমতলা বাজারে আসছিল।
তারা কদমতলা ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌছার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় মামুন ও ছায়েদসহ ৬-৭ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রাস্তার উপর পড়ে গেলে, হামলাকারীরা সাকিবকে এলোপাথাড়ি পিটিয়ে স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সাকিবের শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোপালগঞ্জ পৌঁছার পর সাকিবের মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ইউনিয়ন ছাত্রলীগের দ্বন্দ্বে সাকিব খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকারীদের আটকের চেষ্টা করছে।
হাসান মামুন/এফএ/এমএস