দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় রৌমারী প্রেসক্লাবের সভাপতি নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার দুপুরে মোটরসাইকেলযোগে পরিবার নিয়ে রংপুর থেকে রৌমারী ফেরার পথে চিলমারী উপজেলার চুনিয়ারপাড় নামকস্থানে বিপরীতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় চিলমারী হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. সুভাষ চন্দ্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তার স্ত্রী লাভলী (৩৮), দুই সন্তান ওয়াসি (৯) ও রাইসাকে (৪)।

আব্দুর রাজ্জাক রাজু উপজেলার রৌমারী পাড়ার ব্যবসায়ী বক্তার হোসেন মন্ডলের ছেলে। তিনি দৈনিক বর্তমান ও ট্রাইব্যুনাল পত্রিকায় কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাবেক এমপি জাকির হোসেন, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, রৌমারী উপজেলা প্রেসক্লাব, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

নাজমুল/এফএ/পিআর