দেশজুড়ে

ফুলবাড়ীতে ৯ ব্যবসায়ীর দণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে নয় ব্যবসায়ীর জরিমানা আদায় করেছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বার্হী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পৌর শহরের রেলগেট বাজার, সেনা মার্কেট ও ঢাকামোড়ে পাঁচটি হোটেল, তিনটি স্টেশনারি দোকান ও একটি ইউনানি ওষুধের দোকনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রেলগেট বাজারের মিলন হোটেলের মালিক, মিজানুর রহমান, এক হাজার টাকা, সেনা মার্কেটের আব্বাস হোটেলের মালিক আব্বাস মিয়ার ২০০ টাকা, ঢাকামোড় হোটেল মালিক নুর মোহাম্মদের এক হাজার টাকা, একই এলাকার হোটেল মালিক হায়দার আলীর এক হাজার টাকা ও মজনু মিয়ার ৫০০ টাকা।

এছাড়া ঢাকা মোড়ের স্টেশনারি দোকান মালিক শুভ, বুলবুল ও আনারুলের ৫০০ টাকা করে এবং সেনা মার্কেটের ইউনানি ওষুধের দোকনের মালিক মশিদুল ইসলামের এক হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি