রাঙামাটিতে গণডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে গত ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সদর উপজেলার সাপছড়ির দেপ্পোছড়ি নামক এলাকায় বাস, ট্রাকসহ যাত্রী ও পণ্যবাহী পরিবহন আটকিয়ে গণডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় দেয়া মামলার আসামি রমেশ ত্রিপুরাকে (২৯) শুক্রবার রাতে এবং তার স্বীকারোক্তির তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কালাধন চাকমা (৩১) নামে আরেক ডাকাতকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে গ্রেফতার দুইজনকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান, ওই গণডাকাতির ঘটনায় রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা দেন। মামলার অভিযুক্ত আসামি রমেশ ত্রিপুরাকে শহরের গর্জনতলী এলাকা থেকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সদরের সাপছড়ি এলাকা থেকে কালাধন চাকমাকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর