শেরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সাগর মিয়া (১৭) নামে এক কিশোরকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে শেরপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাগর মিয়া সদর উপজেলার জঙ্গলদী পুরানপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ২০১৫ সালের ৯ জুলাই দুপুরে ওই কিশোর প্রতিবেশী শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন।
পরে তদন্ত শেষে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া কিশোর সাগরকে একমাত্র আসামি করে একই বছর ১৭ নভেম্বর চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত ১১ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রোববার আসামির বিরুদ্ধে ৭ বছরের সাজার রায় ঘোষণা করেন।
হাকিম বাবুল/এএম/জেআইএম