দেশজুড়ে

শেখ হাসিনা দেশের মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে : শওকত মাহমুদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা জনগণের উপর যেভাবে নির্যাতিনের খড়গ চলছে, তাতে যেকোনো সময় আপনারা জনরোষের শিকার হবেন। তখন পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যাবে।

রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টুর সঞ্চালনায় প্রতিনিধি সভায় কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ, খাগড়াছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ানসহ জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না উল্লেখ করে শওকত মাহমুদ বলেন, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে দেশে বাকশাল কায়েম করেছিল। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে ভিন্নমতের সংবাদপত্র ও টেলিভিশন বন্ধ করে দেশের মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/জেআইএম