দেশজুড়ে

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধর করা হয়েছে। ডাকাতদের আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ডাকাতরা হলেন, পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রমের আব্দুস সাত্তারের ছেলে রফিক মিয়া (৩২) ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে মিলন হোসেন (৩৬)। তাদের নামে ডাকাতি, চুরিসহ কমপক্ষে ৪টি করে মামলা রয়েছে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে পুলিশ ওই স্থানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ডাকাতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের এএসআই হোসেন আলীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।

রাশেদুজ্জামান/এফএ/জেআইএম