দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে একজনকে জবাই করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে দেলোয়ার (১৭) নামে এক রাজমিস্ত্রিকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত দেলোয়ার পৌর এলাকার ঘাইটালপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে।সোমবার দুপুর দেড়টার দিকে মহানন্দা ২য় সেতু সংলগ্ন মিরেরচরা এলাকা থেকে দেলোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।রোববার রাতের যেকোনো এক সময় তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।সদর মডেল থানা পুলিশের ওসি গোলাম মোর্ত্তুজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।    এমএএস/আরআইপি