আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বরিশালের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান। সোমবার বেলা ১২ টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।এসময় মেঘনায় ইলিশের অভয়ারণ্যে পুলিশের সাথে সমঝোতা করে নির্বিচারে জাটকা শিকার এবং সাংবাদিক নামধারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান সাংবাদিকরা। এছাড়া পুলিশ-সাংবাদিক সু-সম্পর্ক রেখে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান সাংবাদিকরা।নবাগত পুলিশ সুপার এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার এবং সাধারণ জনগণ যাতে পুলিশের কাছে গিয়ে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার প্রশান্ত দাস, প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক কাজী মিরাজ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, এস এ টিভি ও মানব কণ্ঠের ব্যুরো প্রধান সালেহ টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সাইফ আমীন/এসএস/আরআই
Advertisement