দেশজুড়ে

মেহেরপুর পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ৩ হাজার ৩০৩ ভোটে বিজয়ী হয়েছেন। পুনরায় ভোটগ্রহণ করা দুটি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৫১১।

অপরদিকে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ওই দুটি কেন্দ্রে পেয়েছেন ৫৭৬ ভোট। পুনরায় ভোট গ্রহণকৃত মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সূত্রে ভোটের ফলাফল পাওয়া গেছে।

গত ২৫ মার্চ অনুষ্ঠেয় ১৩টি কেন্দ্রসহ আজকের দুটি কেন্দ্রের ফলাফল যোগ করে মাহফুজুর রহমান রিটন (নৌকা) পেয়েছেন ১১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ৮ হাজার ৪১৭ ভোট পেয়েছেন।

দুটি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (নারকেলগাছ) ২১ ভোট ও নিশান সাবের পেয়েছেন ৩ ভোট। আগের ১৩ কেন্দ্রের সঙ্গে এ দুটি কেন্দ্রের ফলাফল যোগ করে মোতাচ্ছিম বিল্লাহ মতু ২ হাজার ৬৫৩ ও নিশান সাবেরের প্রাপ্ত ভোটের পরিমাণ দাঁড়িয়েছে ৬০।

এদিকে রিটনের বিজয়ে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা। ইতোমধ্যে রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার।

সোমবার সকাল ৮টা থেকে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তবে দুপুরে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস।

আসিফ ইকবাল/এএম/এমএস