সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে ইমতিয়াজ (৪) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমতিয়াজ শেরনগর গ্রামের ইমরুল সরকারের ছেলে।
স্থানীয় সমাজসেবক সবুজ সরকার জানান, সন্ধ্যার আগে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ইমতিয়াজ। খেলতে খেলতে সকলের অগোচরে ইমতিয়াজ ডোবার মধ্যে পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় না। পরে মরদেহ ডোবাতে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস