দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াতকর্মীসহ গ্রেফতার ৩৫

সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার তিনজন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার পাঁচজন, শ্যামনগর থানার দুইজন, আশাশুনি থানার পাঁচজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার চারজন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম