সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কামারখন্দ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা কামারখন্দ উপজেলার জামতৈল পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমান মুকুলের ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কোনাবাড়ি গ্রামের গোলাম হোসেনের ছেলে ওমর ফারুকের সঙ্গে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ওমর ফারুক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করেন। (মামলা নং-৫/১৭)। এ মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর