দেশজুড়ে

সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে আবদুর রহিম (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে পৌরশহরের কাজীপাড়া মৌলভী হাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিম জেলার নবীনগর উপজেলার চরগোসাইপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কবিরাজ ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাজীপাড়া মৌলভী হাটির ‘মিশু নিবাস’ নামের একটি ভবনের সেপটিক ট্যাংকে রহিমের মরদেহ দেখতে পান ভবন বাসিন্দারা। পরে দুপুর ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে পাঠায়।

মিশু নিবাসের বাসিন্দা রফিকউল্লাহর বরাত দিতে জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, রফিকউল্লাহর স্ত্রী শারমিন আক্তারের দূর সম্পর্কের চাচা কবিরাজ রহিম তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

গত রোববার রফিকউল্লাহ বাসার বাইরে থাকাকালীন সময়ে রহিম তাদের বাসায় আসেন। এ সময় তিন যুবকও তার পিছু নিয়ে বাসায় ঢুকে। পরবর্তীতে শারমিন আক্তারকে অবরুদ্ধ করে রহিমকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখে। এ ঘটনায় পুলিশ তিনজানকে আটক করেছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস