দেশজুড়ে

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল হোসেন (১৫) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার দক্ষিণ মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় রিপন নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়।

নিহত আবুল হোসেন মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। আহত রিপন একই গ্রামের হোসেন আহম্মদের ছেলে। তারা দুইজনই মান্দারী ইসলামীয়া আলিম মডেল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম জানায়, ঘটনার সময় ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইছাত্র গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের নোয়াখালী হাসপাতালে নিলে একজন মারা যায়। অন্যজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এএম/এমএস