দিনাজপুরে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিনুর ইসলাম (৪৮) নামে এক শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা করেছে ছাত্রীর পরিবার। সোমবার রাত সাড়ে ১১টায় কোতয়ালী থানায় ছাত্রীর মা মোছা. বানু বাদী হয়ে মামলা দায়ের করেছে। শাহিনুর ইসলাম সদর উপজেলার সংকরপুর ইউনিয়নের শালকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।ছাত্রীর বাবা শালকি সুন্দরপুর গ্রামের মো. শাহেরুল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টায় কোতয়ালী থানায় সাংবাদিকদের জানান, তার কন্যা শালকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করে। প্রতিদিনের মতো সেদিনও সে স্কুলে যায়। এসময় রুম ঝাড়ু দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক মো. শাহিনুর ইসলাম তার নিজ কক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে।বিদ্যালয়ের সভাপতি ডা. আব্দুল কাদের জানান, সোমবার বিকেলে প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি আইনাধীন রয়েছে বলে জানাই। এর বেশি তার সাথে কথা হয়নি।কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ জানান, বিষয়টি জানার পর ওসি মহোদয়ের নির্দেশক্রমে আমি সঙ্গীয় ফোর্সসহ বিদ্যালয় পরিদর্শন করে অনেকের সাথে কথা বলেছি। এসময় ঘটনার শিকার শিশুটির পরিবারকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি।উপজেলা শিক্ষা অফিসার মো. এরশাদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। এদিকে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/এমএস