দেশজুড়ে

বান্দরবানে উদযাপিত হচ্ছে বৈশাখী পূর্ণিমা

জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের জন্য নানা আয়োজনে বান্দরবানে বৈশাখী পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বুধবার সকালে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে বৌদ্ধ ধর্মালম্বীরা।

বান্দরবান পুরাতন রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, জাম পাতা এবং বৃক্ষ সজ্জিত টাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে রাজগুরু বিহারে সকলে সমবেত প্রার্থনায় মিলিত হয়। এ সময় ধর্মীয় উপদেশ দেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উচহ্লা ভান্তে। এই সময় অনেকে পঞ্চ ও অষ্টশীল গ্রহণ করেন। পরে নিজেদের পূণ্য লাভের জন্য ভগবান বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করেন।

প্রার্থনা শেষে বিহারের বোধি বৃক্ষে (অশ্বথ বৃক্ষ) চন্দন জল (পবিত্র জল) ঢালেন। বিকেলে অস্টপরিষ্কার দান এবং বুদ্ধ পূজা করা হবে। এছাড়াও সন্ধ্যায় ভক্তরা বুদ্ধের উদ্দেশ্যে হাজার প্রদীপ প্রজ্জ্বলন করবেন।

সৈকত দাশ/এফএ/পিআর