দেশজুড়ে

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুমী (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত রুমী কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহতসহ বাড়িঘর লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বুধবার বেলা ১টার দিকে কুমারখালী উপজেলার পাহাড়পুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় মন্ডল গ্রুপ ও লস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে গত কয়েকদিন এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়। সকালে মন্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর লোকজন বাড়ির পাশের ভুট্টাখেতে ভুট্টা তুলতে গেলে প্রতিপক্ষ লস্কর গ্রুপের সমর্থকরা বাধা দেয়।

এ সময় মন্ডল গ্রুপের সমর্থক স্থানীয় ওয়ার্ড মেম্বার ফিরোজ আহমেদ কটা ও লস্কর গ্রুপের সমর্থক লতিফ মোল্লার নেতৃত্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মন্ডল গ্রুপের সমর্থকরা পালিয়ে যান। পরে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় লস্কর গ্রুপের ছোড়া ফালার আঘাতে মন্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর নাতনী রুমীর বুকে ফালা বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মন্ডল গ্রুপের সমর্থকরা পাহাড়পুর, নুরপুর ও গোপালপুরে লস্কর গ্রুপের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। অনাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আল-মামুন সাগর/এএম/পিআর