পিরোজপুরের স্বরূপকাঠিতে মোটরসাইকেল দিয়ে আঘাত করে ছেলের পা ভেঙে দেয়ার প্রতিবাদ করায় কামরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়েছে এক ছাত্রলীগ নেতা। বুধবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হামলার শিকার কামরুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা।
কামরুলের ভাই শামীম হাসান জানান, বেলা ২টার দিকে কামরুল তার আট বছর বয়সী ছেলে মাহাদীকে নিয়ে স্বরূপকাঠি বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুজ আচার্য্য দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় মাহাদীকে আঘাত করলে তার বাম পা ভেঙে যায়। এ ঘটনায় কামরুল ও অনুজের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অনুজ সেখান থেকে চলে যান। আর কামরুল তার ছেলেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এর কিছু সময় পর অনুজ ৫-৬ যুবককে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কামরুলকে মারধর করেন। সেখানে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে অনুজ বলেন, মাহাদীর গায়ে মোটরসাইকেলের আঘাত লাগার পর কামরুল তার সঙ্গে খারাপ আচরণ করেন। তার লোকজন এ ঘটনা জানার পর হাসপাতালে গিয়ে তাকে কয়েকটি চড়থাপ্পর মারে। বিষয়টি বিকেলে মীমাংসা করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় কেউ থানায় অভিযোগ করেনি।
মীমাংসার বিষয়টি অস্বীকার করে কামরুলের ভাই শামীম জানান, এ ঘটনায় মীমাংসা হওয়ার কোনো সুযোগ নেই। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
হাসান মামুন/আরএআর/এমএস