মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দীন (৫০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সে একই উপজেলার পাটকেলপোতা গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দীনসহ তার লোকজন সকাল থেকে সিংহাটি গ্রামের আফেল উদ্দীনের বাড়িঘরে বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ করছিলেন। সংযোগ চালু লাইনে কাজ করার সময় দুপুরের দিকে আলাউদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার জানান, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসার সুযোগ হয়নি। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। উল্লেখ্য, আজ সকাল দশটার দিকে আশরাফুর গ্রামের কলেজ ছাত্রী আছিয়া নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসএস/আরআইপি