দেশজুড়ে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৭

যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল-পুটখালী সড়ক থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুর এলাকার মিহির বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস (৩১), নড়াইলের কালিয়া এলাকার সরোয়ারের ছেলে মোস্তফা (২৬), চট্টগ্রামের বাঁশখালী এলাকার জাফর মোল্লার ছেলে তনু (২৬), ঢাকার হাজারীবাগ এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ফিরোজ (৩০), কেরানীগঞ্জের কালীদাস সরকারের ছেলে কমল দাস (৩২), নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আলম মোল্লার ছেলে জলিম মোল্লা (২৮) ও নোয়াখালীর সুবর্ণচর এলাকার সুবাস সিদ্ধার ছেলে তপু সিদ্ধা (২৭)।বেনাপোল পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ জাগো নিউজকে জানান, আটকরা সীমান্তের অবৈধ পথে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যরা আটক করে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। দুপুর ২টার দিকে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।মো.জামাল হোসেন/এমজেড/আরআই