দেশজুড়ে

গোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার পদ্মবিলা এবং কাশিয়ানী উপজেলার তারাইল ফুকরা পর্বপাড়ায় অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে  ৭শ` গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকরা হলেন, গোপালগঞ্জ সদরের পদ্মবিলা গ্রমের রোকন উদ্দিন মোল্লার ছেলে মো. ইনজু মোল্লা (৪৫) ও কাশিয়ানী উপজেলার তারাইল ফুকরা গ্রামের মো. কালাম মোল্লার ছেলে সিফাত মোল্লা (২৬)।গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের এস আই (উপপরিদর্শক) আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, আটক ওই দুইজন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।এস,এম, হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি