চলতি মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারিভাবে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা খাদ্য গুদামে (এলএসডি) ফিতা কেটে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোস্তাফের হোসেনের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী, কৃষকসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।উল্লেখ্য, চলতি মৌসুমে আকচা, নারগুন, জগন্নাথপুর, বেগুনবাড়ী, সালন্দর, চিলারংসহ ৬টি ইউনিয়নে কৃষকদের কাছে ২৮ টাকা দরে ১ হাজার ৭শ` ৫৪ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।রবিউল এহসান রিপন/এমজেড/আরআই