দেশজুড়ে

গ্রামের বাড়িতেও নেই নাঈম আশরাফ

রাজধানীর বনানীতে হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাঈম আশরাফের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাঈম আশরাফের গ্রাম কাজিপুরের গান্ধাইলে অভিযান চালিয়েও আটক করতে পারেনি পুলিশ।

তাকে আটক করতে রাতে নাঈম আশরাফসহ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অভিযান চালানো হলেও তার খোঁজ পাওয়া যায়নি বলে কাজিপুর থনার উপ-পরিদর্শক (এসঅাই) মোখলেছুর রহমান জানিয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি