দেশজুড়ে

কুষ্টিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে ৩ বন্ধু নিখোঁজ

কুষ্টিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি একই স্কুলে পড়ুয়া তিন বন্ধু। বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি থাকায় গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার জন্য নিজ নিজ বাড়ি থেকে ওই তিনজন বের হয়। এরা সবাই কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা তাদের কোথাও খুঁজে না পেয়ে বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন। তিন বন্ধু এক সঙ্গে নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শহরের উদিবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে লিংকন (১৫), চৌড়হাস ফুলতলা এলাকার অমিউ কান্তি মল্লিকের ছেলে উৎস মল্লিক (১৪) ও  পুর্ব মজমপুর এলাকার মিজানুর রহমানের ছেলে তুহিন আহম্মেদ (১৪) একে অপরের বন্ধু। সবাই শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে তিন জনই বাড়ি থেকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বের হয়। কলকাকলী স্কুলের শিক্ষক হাসানের কাছেই প্রাইভেট পড়ে তারা। তবে ওই দিন কেউই ওই শিক্ষকের বাসায় পড়তে যায়নি। এর মধ্যে উৎস মল্লিক শিক্ষক হাসানকে ফোনে জানায় তাদের বাড়িতে কাজ আছে, আজ পড়তে আসবে না।

লিংকনের বাবা হাবিবুর রহমান জানান, তিন বন্ধু মোবাইল ব্যবহার করলেও সবার ফোন মঙ্গলবার থেকে বন্ধ। নিজ নিজ আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ করলেও কোথাও তাদের সন্ধান মেলেনি।

এদিকে নিখোঁজ তিন শিক্ষার্থীর বাবা বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তিন ছাত্র নিখোঁজের ঘটনায় তাদের অভিভাবকরা থানায় জিডি করেছেন। তাদের ছবিসহ সব তথ্য সব থানায় পাঠিয়ে দেয়া হবে। পুলিশ তাদের  খোঁজ করছে।

আল-মামুন সাগর/আরএআর/আরআইপি