দেশজুড়ে

গাংনী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

মেহেরপুর গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গত এক বছর উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে বাস্তবায়িত উন্নয়ন কাজের তথ্য প্রকাশের দাবি ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনাসভা করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে।

উপজেলা পরিষদে চেয়ারম্যানের প্রবেশে নিষেধাজ্ঞা দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিক্ষোভ-মিছিলের কারণে উপজেলা পরিষদের মাসিক সভা সংক্ষিপ্ত পরিসরে শেষ হয়। পরে পুলিশ প্রহরায় নিজ বাসভবনে ফিরে যান মোরাদ আলী।

প্রসঙ্গত, গত ৪ মে গাংনী উপজেলা চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি মোরাদ আলীর নিজ বাস ভবনে পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর জেরে উপজেলা চেয়ারম্যানের পরিষদ কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। ওই ঘটনার জের ধরে আজ বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।

আসিফ ইকবাল/এএম/পিআর