দেশজুড়ে

হাওরপাড়ে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস’ চাঁদপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার দুর্গম জনপদ মাটিয়ান হাওরপাড়ের শ্রীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এদিন শ্রীপুর, নয়াবন্দ ও তরং গ্রামের ৪০ জন ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের মধ্যে নগদ ৫০০টাকা ও পোশাক-আশাক দেয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংস্থার ভাইস চেয়ারম্যান মো. হারুন অর-রশিদ, উপদেষ্টা পরিষদের সদস্য বিজয় টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাত, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, আওয়ামী লীগ নেতা মো. বদিউজ্জামান মিয়া, স্থানীয় সামাজিক সংগঠন ‘হাসান কল্যাণ ফাউন্ডেশন’-এর সভাপতি তরুণ সমাজকর্মী শামছুল আলম আখঞ্জি টিটু, সহ-সভাপতি আবুসাঈদ তালুকদার ময়না, শামসুল হুদা, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন সাজন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থার ভাইস চেয়ারম্যান মো. হারুন অর-রশিদ বলেন, মানবতার সেবায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন’ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছি। দুর্গতদের পাশে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই মানবাধিকারকর্মী।

রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম